ভূপরিস্থ ও ভূগর্ভস্থ পানি ব্যবহারের মাধ্যমে কৃষকের জন্য সেচের সুযোগ সৃষ্টি করা ও জলাবদ্ধতা দূরীকরণে সাহায্য করা বিএডিসি সেচ অফিসের উপর অর্পিত মৌলিক দায়িত্ত্ব । উপজেলা সেচ কমটি’র অনুমোদন স্বাপেক্ষে, স্কীম ম্যনেজার /চাষী ভাই’রা, জামানতের টাকা জমা দিয়ে বিভিন্ন ক্ষমতা সম্পন্ন সেচ যন্ত্র (১, ২, ৫, ১২.৫, ২৫ কিউসেক পর্যন্ত) ভাড়া নিতে পারেন। পাশাপাশি, নির্ধারিত পার্টিসিপেসন ফি আদায় স্বাপেক্ষে বিভিন্ন সেচ অবকাঠামো নির্মাণের আবেদনও এখানে জমা দিতে পারেন। সেচ ব্যবস্থাপনা উন্নয়ন, সেচ সম্প্রসারণ ও সেচ দক্ষতা বৃদ্ধির লক্ষে এখানে আয়োজন করা হয় কৃষক, সেচ যন্ত্রের ডিলার ও মেকানিকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি। সেচ এলাকা বৃদ্ধির জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী প্রকল্প মূল্যায়ন ও দিক নির্দেশনা প্রদানও মাঠ পর্যায়ের কৃষকদের আমরা দিয়ে থাকি।
তাছাড়া, পানি সম্পদ জরীপ, পানির গুনাগুন পরীক্ষা-পরিবীক্ষণ ও তথ্য সেবা প্রদান বিএডিসি সেচ বিভাগের অন্যতম দায়িত্ব। সেচের পানির গুনাগুন যাঁচাই এর প্রয়োজনে কৃষক বিএডিসি ভবনে এসে সেচের পানিতে বিদ্যমান আর্সেনিক, আয়রন ও অন্যান্য দূষিত উপাদানের পরিমাণ জানতে পারেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS